ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

শাহজালালে শ্যাম্পুর বোতলে ২২ লাখ টাকার স্বর্ণ!  

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:০৪, ২৩ এপ্রিল ২০১৬   আপডেট: ১১:০৪, ২৩ এপ্রিল ২০১৬

শ্যাম্পুর দুই বোতল ও ভেতর থেকে বের করা স্বর্ণের কাঠি    -নিউজওয়ান২৪.কম

শ্যাম্পুর দুই বোতল ও ভেতর থেকে বের করা স্বর্ণের কাঠি -নিউজওয়ান২৪.কম

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্যাম্পুর বোতলে ভরে আনা ২২ লাখ টাকার অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

 

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান।

 

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, শুক্রবার মাঝরাতে প্যান্টিন শ্যাম্পুর দু’টি বোতলে ৪৬২ গ্রাম স্বর্ণের দু’টি স্টিক উদ্ধার করা হয়। শ্যাম্পুর বোতল দু’টি কুয়ালালামপুর থেকে আসা শেখ রনি আহমেদ নামের এক যাত্রীর লাগেজ থেকে উদ্ধার হয়।

 

জিজ্ঞাসাবাদে জানা গেছে, রনি গোপালগঞ্জের আয়নাল হক শেখের ছেলে।

 

এ বিষয়ে মামলার প্রস্তুতি বলে জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ। নিউজওয়ান২৪.কম/এসএ

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত